এন আর সি, সি এ এর বিরুদ্ধে রবিবার জেলায় জেলায় মিছিল করল তৃণমূল। বিজেপিকে তুলোধনার পাশাপাশি শান্তিরক্ষার বার্তা। ব্রাত্য বসু, সুজিত বসু থেকে শুরু করে সব মিছিলে ছিলেন মন্ত্রী আর নেতারা। এদিকে সোমবার থেকে মিছিল করবেন মমতা নিজে। আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো। মঙ্গলবার দক্ষিণ কলকাতা, বুধবার হাওড়ায় মিছিল করবেন তিনি।
