“কাউকে বাংলা ছাড়তে দেব না”, শপথবাক্য পাঠ করালেন মমতা

“আমরা সবাই নাগরিক। কাউকে বাংলা ছাড়তে দেব না। নিশ্চিত ও শান্তিতে থাকব। বাংলায় এনআরসি ও সিএএ করতে দেব না, দিচ্ছি না। আমরা শান্তিতে থাকব।” মিছিল শুরুর আগে এই শপথবাক্য পাঠ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, ১টা নাগাদ নাগরিকত্ব সংশোধনীয় আইনের প্রতিবাদে পদযাত্রা শুরু করেন তৃণমূল নেত্রী। তাঁর আগে তৃণমূলের সব নেতা-কর্মীদের শপথ বাক্য পাঠ করান মমতা। বিআর আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে রেড রোড ধরে জওহরলাল নেহরু রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে মিছিল শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে।

মিছিল শুরুর আগে, মিছিলে মুখ্যমন্ত্রী সতর্ক করেন বহিরাগত ঢুকিয়ে অশান্তি পাকানোর পরিকল্পনা করা হচ্ছে। সেদিকে সতর্ক থাকতে তিনি নির্দেশ দেন। একইসঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ফের একবার শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেন মমতা। তিনি স্পষ্ট বলেন, অশান্তি পাকানোর চেষ্টা করলে, তা বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন-রাজ্য জুড়ে বিক্ষোভ-অবরোধে বাতিল বহু ট্রেন, নাকাল যাত্রীরা

 

Previous articleরাজ্য জুড়ে বিক্ষোভ-অবরোধে বাতিল বহু ট্রেন, নাকাল যাত্রীরা
Next articleসরকারকে কয়েকটি প্রশ্ন, সঞ্জয় সোমের কলম