এনআরসি এবং সিএএ’র বিরুদ্ধে আজ, সোমবার থেকে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা তিনদিন পথে নেমে প্রতিবাদ মিছিল করবেন মমতা।সোমবার প্রথমদিন দুপুর একটায় রেড রোডে আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত পদযাত্রায় হাঁটবেন তিনি। আর এই মিছিলে সমাজের সকল শ্রেণীর মানুষকে তাঁর সঙ্গে পথে নামার আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক টুইট বার্তায় রাজ্যের মানুষকে এমনটাই জানান মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, মঙ্গলবার দক্ষিণ কলকাতার যাদবপুরের ৮বি বাস স্ট্যান্ড থেকে ভবানীপুর যদুবাবুর বাজার এবং বুধবার হাওড়া ময়দান থেকে মিছিল করে আসবেন ধর্মতলা পর্যন্ত।