CAA: আজ দুপুরে রাজাবাজার থেকে মিছিল সিপিএমের

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজ কলকাতায় প্রতিবাদ মিছিল করবে সিপিএম। সংখ্যালঘু অধ্যুষিত রাজাবাজার থেকে মিছিল যাবে মল্লিকবাজার। সিপিএমের পক্ষ থেকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার ডাক দেওয়া হয়েছে। আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আর্জি জানিয়েছে সিপিএম। রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার আবেদন জানানো হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনকে সংবিধানবিরোধী উল্লেখ করে সোমবার দুপুরে রাজাবাজারের মিছিলে সামিল হওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছে সিপিএম।

Previous articleশপথ নিয়ে মিছিল শুরু মমতার
Next articleনির্ধারিত সময় পার, রাজভবনে অনুপস্থিত মুখ্যসচিব ও ডিজি