কংগ্রেসের পালে হাওয়া কাড়তে পথে নামলেন সেই প্রিয়াঙ্কাই

ইস্যু আছে, অথচ প্রচারের পালে হাওয়া নেই। দল দাগ কাটতে পারছে না জনমানসে। এমন ছন্নছাড়া অবস্থায় দলকে মাঠে নামাতে ভরসা সেই প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রই। তিনি নিজে পথে নামছেন, দলকেও নামাচ্ছেন। উজ্জীবিত কর্মীদের দেখে ভরসা পাচ্ছেন অন্য নেতারাও।

সাম্প্রতিক সময়ে বারবারই এই ছবি দেখেছে দেশ। দলিতদের উপর নির্যাতনই হোক বা নারী-ধর্ষণের ঘটনা, অর্থনৈতিক ইস্যু বা কৃষকদের সমস্যা, যেকোনও সময়োপযোগী বিষয়েই পথে নেমে দলের পালে হাওয়া লাগাচ্ছেন প্রিয়াঙ্কাই। এবারও দেখা গেল, জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসলেন প্রিয়াঙ্কা। প্রশাসন চাপে পড়ল। উৎসাহিত হল কংগ্রেসের নীচুতলার কর্মীরা। ঐক্যবদ্ধ ছবি ধরা পড়ল প্রবীণ-নবীন নেতাদের।

তবু, কংগ্রেসকে উজ্জীবনের অনুঘটক হিসাবে কাজ করলেও নেতৃত্ব দেওয়ার প্রশ্নে খোদ দলনেত্রী সোনিয়া গান্ধীর প্রথম পছন্দ সেই রাহুলই। প্রিয়াঙ্কা নন।

 

Previous articleএবার খোলা চ্যালেঞ্জ মোদির: ক্ষমতা থাকলে বলুন পাকিস্তানের সবাইকে নাগরিকত্ব দেব
Next articleপ্রয়াত মোহনবাগান সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়, ময়দানে শোকের ছায়া