Monday, November 10, 2025

একই ছবি ধরা পড়ল পর পর দুদিন। একদিকে শান্তির মিছিল, অন্যদিকে মিছিল ঘিরে অশান্তি। মঙ্গলবার, শান্তিপূর্ণভাবে যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ড থেকে ভবানীপুর যদুবাবুর বাজার পর্যন্ত মিছিল করেন তৃণমূল নেত্রী। অন্যদিকে, এনআরসি ও সিএএ-র সমর্থনে বিজেপি মিছিল ঘিরে ছড়াল উত্তেজনা। এদিন জোড়া মিছিল হয়। একটি হাওড়ার কদমতলা থেকে ময়দান পর্যন্ত। অন্যটি বেহালার ঠাকুরপুকুরে। অনুমতি না থাকায় মাঝপথে মিছিল আটকে দেয় পুলিশ।

কদমতলার মিছিলে নেতৃত্ব দেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। মিছিল যাওয়ার কথা ছিল হাওড়ায় ময়দান পর্যন্ত। কিন্তু মাঝপথেই বাধা দেয় পুলিশ। রাস্তায় বসে পড়েন রাজু সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন একটি মিছিলের যখন অনুমতি মিলেছে, তখন বারবার কেন বিজেপির মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না? পাশাপাশি, ঠাকুরপুকুর মিছিলের নেতৃত্ব দেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি বলেন, বাধা সত্ত্বেও গন্তব্যে পৌঁছতে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ। একইসঙ্গে বিজেপি নেতারা অভিযোগ করেন, রাজ্যবাসীকে ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই আইনের ফলে রাজ্যের মতুয়া সহ বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের মানুষ সুবিধা হবে বলেই মত তাঁদের। একই সঙ্গে তাঁদের অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়কে উসকে রাজ্যে অশান্তি ছড়ানো হচ্ছে। বিজেপির মিছিলের জেরে যান চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়ে স্কুল ফেরত পড়ুয়ারা। দীর্ঘক্ষণ যানজটে আটকে নাজেহাল অবস্থা হয় যাত্রীদেরও।

আরও পড়ুন-নেতাদের দূরে রেখে নয়া ঘেরাটোপে মিছিলে মমতা

 

Related articles

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...
Exit mobile version