সুপ্রিম কোর্টে নির্ভয়া মামলার রায় পুনর্বিবেচনার আর্জি শুনলেন না প্রধান বিচারপতি

নির্ভয়ার পরিবার কি এবার সুবিচার পাবে? মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে তেমনই ইঙ্গিত পেল নির্ভয়ার পরিবার। নির্ভয়া মামলায় দোষী সাব্যস্ত অক্ষয়কুমার সিংহের সাজা কমানোর আর্জি নিয়ে সকালে শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি আর ভানুমতী এবং অশোক ভূষণের এজলাসে মামলার শুনানি হয়। অক্ষয়ের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী এপি সিংহ। তাঁকে ৩০ মিনিট সময় দিয়েছেন প্রধান বিচারপতি। আদালতে উপস্থিত ছিলেন নির্ভয়ার মা-বাবাও।কিন্তু কিছুক্ষণ পর তা স্থগিত হয়ে যায় ৷ প্রধান বিচারপতি ব্যক্তিগত কারণে বেঞ্চ থেকে সরে যান৷তিনি জানান, নতুন বেঞ্চ গঠন করা হচ্ছে ৷ আগামীকাল বুধবার সকাল 10.30 মিনিটে মামলার শুনানি হবে৷
দিল্লির দূষণকে কাঠগড়ায় তুলে সাজা ফাঁসির সাজা পর্যালোচনা করে দেখতে আদালেত আর্জি জানিয়েছিল অক্ষয়কুমার।নতুন করে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল সে।কিন্তু তার সেই আর্জি শুনতেই চাননি প্রধান বিচারপতি৷

Previous article৩ বছর লড়াইয়ের পরে জয়ী সাইরাস মিস্ত্রি, ফিরছেন টাটা গ্রুপের পুরনো পদে
Next articleমেষ রাশির ২০২০ কেমন যাবে?