Thursday, December 11, 2025

তাঁর নামে ফেক ভিডিও চালানোর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বুধবার ধর্মতলায় NRC-CCA বিরোধী মঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নামে ফেক ভিডিও চালিয়ে প্রচার করা হচ্ছে বলে প্রচার করেন মমতা।

তাঁর কথায়, “আমার নামে ফেক ভিডিও চালাচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আবার সেই ভিডিও নিয়ে কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা রটাচ্ছেন। আমি বলি, না জেনে মিথ্যা কথা বলবেন না। কিছু লোক আবার সংবিধানের পদে বসে মিথ্যা টুইট করছে।”

এরপর তৃণমূল নেত্রী জানান, তিনি কংগ্রেসে থাকার সময় ১৯৯৩ সালে আন্দোলন করেছিলাম ভুয়ো ভোটার কার্ডের বিরুদ্ধে। রাইটার্স অভিযান করেছিলেন ২১ জুলাই। সেখানে পুলিশের গুলিতে ১৩জন যুব কংগ্রেস কর্মী মারা গিয়েছিল। কিন্তু সেটাকে অন্যভাবে চালাচ্ছে বিজেপি। তার দাবি, বিজেপির টাকায় ফেক ভিডিও হয়।

এরপরই হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “সহজ ভাবে নেবেন না। দেখবেন সবাইকে তাড়াতে গিয়ে আপনারাও কোনওদিন তাড়া খাচ্ছেন। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমি ভয় পাই না। ছোট থেকে আন্দোলন করছি। আপনাদের মতো বড় নেতা না হতে পারি, কিন্তু সম্মান আছে। সহ্যের একটা সীমা আছে।”

এদিন নাম না করে মুখ্যমন্ত্রী বামেদের NRC ও CAA নিয়ে আন্দোলনকেও কটাক্ষ করেন। তাঁর দাবি, মিথ্যা স্লোগান দিয়ে যারা রাস্তায় নামছে, তাদের আন্দোলন করার দরকার নেই।

পাশাপাশি এদিন তৃণমূল নেত্রী এই আন্দোলনের আগামী কর্মসূচিও জানিয়ে দেন। বৃহস্পতিবার বিকেলে রানি রাসমণি রোডে ছাত্র-যুবদের নিয়ে সমাবেশ থাকবেন তিনি। পরেরদিন শুক্রবার পার্কসার্কাস ময়দানে তাঁর সভা। সবাইকে সেদিন আসার অনুরোধ করেন তিনি। একইসঙ্গে প্রশাসনকে নির্দেশ দেন, তাঁর কোনও সভার জন্য যেন রাস্তা বন্ধ না হয়। সাধারণ মানুষকে সমস্যায় ফেলে কোনও সভা তিনি করবেন না বলেও জানান।

আরও পড়ুন-রোহিত-রাহুলের সেঞ্চুরি, ভারত দুশো পার

 

spot_img

Related articles

পরিস্থিতির দোহাই: তাজপুর বন্দর থেকে সরে যাওয়া নিয়ে সৌগতকে বার্তা আদানির

শর্ত পূরণ না করায় রাজ্য সরকার তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরির প্রকল্প থেকে বাদ দিয়েছিল আদানি গোষ্ঠীকে। কিন্তু...

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণে জট! সব পক্ষকে ফের বৈঠকে বসার নির্দেশ হাই কোর্টের

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণের দীর্ঘস্থায়ী জট কাটাতে ফের বৈঠকে বসতে হবে রাজ্য, মেট্রোরেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব দফতরকে—এমনই নির্দেশ...

এক চোখে দুর্যোধন, অন্য চোখে দুঃশাসন! কৃষ্ণনগরের সভা থেকে শাহকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

নদিয়ার কৃষ্ণনগরে জনসভা থেকে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বিজেপি...

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন: আওয়ামি লীগকে ছাড়াই পড়শি দেশে ভোট!

নির্বাচন ঘোষণা করে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। চলতি ডিসেম্বরেই দামামা বেজে গেল সেই নির্বাচনের। ২০২২ সালে এরকমই একটি...