শহরে এবার NRC বিরোধী। মিছিলে পা মেলালেন বর্ষীয়ান অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন। তাঁর সঙ্গে মিছিলে পা মেলাতে দেখা যায় নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন।

এদিন অরাজনৈক সংগঠন “নো এনআরসি মুভমেন্ট”-এর ডাকা এই মিছিলে প্রচুর মানুষ পা মিলিয়েছেন। মিছিলটি মৌলালির রামলীলা পার্ক থেকে শুরু হয়ে এস এন ব্যানার্জী রোড হয়ে নিউ মার্কেটের সামনে যায়।
আরও পড়ুন-‘পুলিশের রিভালবারে কি কন্ডোম পরানো?’ প্রশাসনকে অশ্লীল আক্রমণ বিজেপির, পালটা কটাক্ষ তৃণমূলের
