বীরভূমের ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের কোটাসুর গ্রামে রবিবার বিজেপির একটি কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বুধবার, সেই দলীয় অফিস পরিদর্শন করতে যান বিজেপির সাংসদ সুভাষ সরকার ও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। আর সেখানে গিয়েই অশ্লীল মন্তব্য করেন সুভাষ সরকার। তিনি বলেন, দাড়িভিটে ছাত্ররা যখন বাংলার শিক্ষক চাইল, গুলি করা হল। আর যখন ট্রেন ভাঙচুর হচ্ছে, পুলিশকে মারা হচ্ছে, আরপিএফকে মারা হচ্ছে তখন কি পুলিশের রিভালবারে, বন্দুকে কন্ডোম লাগানো হয়েছে?

সুভাষ সরকারের এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়। তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল প্রশ্ন তোলেন, কীভাবে একজন শিক্ষিত মানুষ এই ধরনের মন্তব্য করতে পারেন? সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন, একজন সাংসদ হয়ে কীভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন সুভাষ সরকার। পাশাপাশি তিনি বলেন, রাজ্য জুড়ে ধরপাকড় চলছে। হিংসা ছড়ানোয় অভিযোগ দায়ের হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ এনকাউন্টারের নামে সাধারণ মানুষকে মারতে চায় না।

আরও পড়ুন-১৭ টি বাম দলের কেন্দ্রীয় মিছিল আজ কলকাতায়