Tuesday, August 26, 2025

কলকাতায় এই প্রথম আইপিএল নিলাম। আজ, বৃহস্পতিবার সেই মহাযজ্ঞ। কাকে কোন দল কিনে নেবে, আর কে কত টাকায় বিক্রি হবে, সে নিয়ে উত্তেজনার তুঙ্গে। ইতিমধ্যে কলকাতায় চলে এসেছেন শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্টা সহ বিভিন্ন দলের কর্ণধাররা। ফলে জমজমাট কলকাতার আইপিএল বাজার।

কলকাতা নাইট রাইডার্স গতবার প্লে-অফে হেরে গিয়েছিল। এবার দলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। শুধু দল নয় সাপোর্ট শব্দের পরিবর্তন হতে পারে। শাহরুখ-জুহির সঙ্গে কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের বৈঠক হয়েছে। গতবারের দশ ক্রিকেটারকে ইতিমধ্যে ছেড়ে দিয়েছে কেকেআর। উত্থাপ্পা, ড্যানলি, ব্রেথওয়েট দলে নেই। দলের নতুন ১১জন কারা হয় সেটাই এখন দেখার।

চেন্নাই সুপার কিংস গতবারের রানার আপ। তাদের হাতে রয়েছে ৮.৪কোটি টাকা। ধোনির দল কাদের নিয়ে টিম তৈরি করে সেটাই দেখার। তারা নিতে পারবে তিনজন ভারতীয় ও দু’জন বিদেশিসহ পাঁচ ক্রিকেটারকে।

দিল্লি ক্যাপিটালস শেষ আইপিএলে তৃতীয় স্থানে ছিল। তাদের হাতে রয়েছে ২৭.৮৫কোটি টাকা। তারা নিতে পারবে ৬ ভারতীয় ৫ বিদেশি সহ এগারোজন ক্রিকেটারকে। তরুণ ঋষভ পন্থ দলের তুরূপের তাস।

কিংস ইলেভেন পাঞ্জাবের হাতে সবচেয়ে বেশি অর্থ ৪২.৭০ কোটি টাকা রয়েছে। তারকা ক্রিস গেইল আর প্রীতি জিন্টার দল যে তারকাদের নিতে ঝাঁপিয়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। তারা নিতে পারবে পাঁচজন ভারতীয় ও চার বিদেশিসহ ৯জনকে।

এরপরে হাতে থাকা অর্থের দিক থেকে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স –৩৫.৬৫ কোটি টাকা। আন্দ্রে রাসেলের মত মারকাটারি ব্যাটসম্যান রয়েছে। সাত ভারতীয় ও চার বিদেশিসহ তারা ১১জনকে নিতে পারবে।

রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স গতবারের চ্যাম্পিয়ন তাদের হাতে রয়েছে ১৩.০৫কোটি টাকা। তারা পাঁচ ভারতীয় ও দুই বিদেশিসহ সাতজনকে নিতে পারবে।

রাজস্থান রয়েলস দলে রয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা স্টিভ স্মিথ। গতবারের তাদের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। দলের হাতে রয়েছে ২৮.৯০কোটি টাকা। সাত ভারতীয় ও চার বিদেশিসহ ১১একজনকে নিতে পারবে তারা।

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। গত দু’বছর তাদের পারফরম্যান্স মোটেই আশানুরূপ হয়নি। এবার দল ঢেলে সাজানোর ইঙ্গিত রয়েছে। তারা ৬ ভারতীয় ও ৬ বিদেশিসহ ১২জন ক্রিকেটারকে নিতে পারবে।

ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। গতবার আইপিএলে তাদের স্থান ছিল চার নম্বরে। হাতে রয়েছে ১৭কোটি টাকা। তারা পাঁচ ভারতীয় ও দুই বিদেশিহ সাত ক্রিকেটারকে চিনতে পারবে।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version