সিএএ নিয়ে সঠিক প্রচার চায় সুপ্রিম কোর্ট, উদ্যোগী কেন্দ্র। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বুধবার নয়া নাগরিকত্ব সংশোধনী আইনের উপরে প্রায় ৫০-৬০ টি স্থগিদেশের আর্জি নাকচ করে দিয়েছে। কেন্দ্রীয় সরকার কে তিনি বলেছেন “কেন এই আইন পাশ হয়েছে তা নিয়ে যথেষ্ট প্রচার প্রয়োজন, মানুষ বিভ্রান্ত।” তাঁর সঙ্গে সহমত হন কেন্দ্রের এটর্নি জেনারেল কে কে বেণুগোপাল।

আরও পড়ুন-জমি অধিগ্রহণ আইন বাতিল হলে, CAA কেন নয়? প্রশ্ন প্রদেশ কংগ্রেসের
