জমি অধিগ্রহণ আইন বাতিল হলে, CAA কেন নয়? প্রশ্ন প্রদেশ কংগ্রেসের

গণতন্ত্র বিরোধী ও সাধারণ মানুষের স্বার্থ বিরোধী জমি অধিগ্রহণ আইনও বাতিল হয়েছে, তাহলে কালা কানুন এই CAA-ও বাতিল হতে পারে। এদিন প্রদেশ কংগ্রেসের NRC ও CAA বিরোধী মিছিল থেকে এমনটাই আওয়াজ উঠলো।

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য প্রশ্ন তোলেন, কোন অধিকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে অমিত শাহ বলতে পারেন, আধার কার্ড নাগতিকত্ব পরিচয়ের জন্য যথেষ্ট নয়।

কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ধিক্কার জানান অমিত শাহকে। তিনি বলেন, অমিত শাহের নিজেরই কোনও পরিচয় পত্র নেই। দেশটাকে হিন্দুরাষ্ট্র বানানোর খেলায় তিনি মেতেছেন।

শুভঙ্কর সরকার বলেন, “অমিত শাহের কথা যত কম বলা যায় ততই ভালো। কিছুই জানেন না, এমন একজন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এটা ভাবলেই লজ্জা লাগে।”

এদিন কংগ্রেসের এই NRC ও CAA বিরোধী মিছিল চাঁদনি চক থেকে শুরু হয়ে রাম মন্দিরে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন-রামচন্দ্র গুহ আটকের ঘটনায় প্রতিবাদ সব মহলে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

 

Previous articleরামচন্দ্র গুহ আটকের ঘটনায় প্রতিবাদ সব মহলে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
Next articleসিএএ নিয়ে সঠিক প্রচার চায় সুপ্রিম কোর্ট, উদ্যোগী কেন্দ্র