অবশেষে প্রতারণা কাণ্ডে কলকাতা পুলিশের সিটের জিজ্ঞাসাবাদে হাজিরা দিলেন বিজেপি নেতা মুকুল রায়। টাকার বিনিময়ে রেলের কমিটিতে সদস্যপদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই প্রতারণা মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন মুকুল।

এই মামলার দ্রুত নিষ্পত্তি ও সঠিক তদন্তের জন্য সম্প্রতি সিট গঠন করে কলকাতা পুলিশ। আজ, শুক্রবার সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য বেহালার পর্ণশ্রী থানায় হাজিরা দিলেন তিনি।
