Friday, November 14, 2025

সৌরভকে চরম অস্বস্তিতে ফেলে সানার পোস্ট নিয়ে কী বললেন নাগমা?

Date:

Share post:

সানার পোস্ট নিয়ে একেই বিব্রত সৌরভ গঙ্গোপাধ্যায়। তার উপর তাঁকে চরম অস্বস্তিতে ফেললেন দক্ষিণী অভিনেত্রী নাগমা। কারণ, সানার পক্ষ নিয়ে তিনি সরাসরি উপদেশ দিলেন স্বয়ং বোর্ড প্রেসিডেন্টকে। কয়েকদিন আগে নিজের ইনস্টাগ্রামে দেশের বর্তমান পরিস্থিতি বিশেষ করে সিএএ নিয়ে একটি পোস্ট করেন সৌরভ-কন্যা সানা গঙ্গোপাধ্যায়। মুহূর্তে ভাইরাল হয় সেটি। পরে পোস্টটি ডিলিট করে দেন সানা। কিন্তু তার মধ্যেই বহুবার শেয়ার হয়ে গিয়ছে পোস্ট। তাই নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করা হয়েছে। হয়েছে ট্রোলও। বিষয়টা এমন দাঁড়ায় যে আসরে নামতে হয় খোদ বিসিসিআই প্রেসিডেন্টকে। তিনি সংবাদ মাধ্যমকে জানান, তার কন্যা সানা এখনও যথেষ্ট ছোট। গুরুত্বপূর্ণ রাজনৈতিক মতামত দেওয়ার মত পরিণত হয়নি। তাঁকে এসবের থেকে দূরে রাখা হোক। পোস্টটি ঠিক নয় বলেও মন্তব্য করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

যখন সব মিটে গেছে বলে ধরে নেওয়া হচ্ছিল তখনই আরেকটি পোস্ট দেখে সবার চক্ষু চড়কগাছ। সে পোস্ট আর কারও নয়, স্বয়ং দক্ষিণী অভিনেত্রী নাগমার। তিনি লিখেছেন, “সানা গঙ্গোপাধ্যায়কে তাঁর মতামতের জন্য অভিনন্দন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলব তাঁকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে দিতে। কারণ তাঁর ভোটদানের বয়স হয়ে গিয়েছে। এবং জনসমক্ষে তাঁর মতামত সে জানাতেই পারে”। একসময় এই দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়ে ছিল কলকাতার মহারাজের। তখন সৌরভ রীতিমতো সংসারী। কিন্তু শোনা গিয়েছিল দক্ষিণের এই অভিনেত্রীর সঙ্গে বিভিন্ন জায়গায় যাচ্ছেন সৌরভ। এমনকী দক্ষিণ ভারতের একটি মন্দিরে তাঁকে নিয়ে নাগমা গিয়েছিলেন বলেও গুজব ছড়ায়। তবে তা নিয়ে বেশি জলঘোলা হওয়ার আগেই সৌরভ ও নাগমার মধ্যে বিচ্ছেদের খবর রটে যায়। কিছুদিন আগে সৌরভের অস্বস্তি বাড়িয়ে নাগমা জানিয়েছিলেন মহারাজকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। যদিও সেই নিয়ে কথোপকথন বেশিদূর এগোয়নি। সেই নাগমাই আবার সৌরভের মেয়ের বিষয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। এবং সানার পক্ষ নিয়ে সৌরভকে উপদেশ দিলেন। সে খবর নজর এড়ায়নি নেটিজেনদের। কেউ আবার রসিকতা করে ‘প্রাক্তন’ ছবির গানের কটা লাইনও নাগমার পোস্টের সঙ্গে পোস্ট করেছেন। এই পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই নিয়ে কেউ প্রশ্ন করলে, তিনি যে চরম অস্বস্তিতে পড়বেন সেটা সহজেই অনুমেয়। এখন এই পুরনো রসায়নে কোনো নতুন আবিষ্কার সামনে আসে কি না সেটাই দেখার।

spot_img

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...