মৌলানা আবুল কালাম আজাদ খেতাব পাবেন দ্রোণাচার্য

ফুটবলার ও কোচ হিসেবে অনেক স্বীকৃতি পেয়েছেন দ্রোণাচার্য সৈয়দ নঈমুদ্দিন। এবার মৌলানা আবুল কামাল আজাদ খেতাব দেওয়া হবে তাঁকে। দেশের প্রথম শিক্ষামন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের ১৩১ তম জন্মবার্ষিকীতে, তাঁর নামাঙ্কিত খেতাবে ভূষিত করা হবে তাঁকে। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের কর্তারা তাঁকে নির্বাচিত করেছেন।সবুজ মেরুন ও লাল হলুদ থেকে তাঁকে সম্মানিত করা হলেও মহমেডান থেকে এখনও পর্যন্ত তিনি কোনও সম্মাননা পাননি। যদিও এই বিষয়ে কোনও অভিযোগ নেই নঈমুদ্দিনের।

৬১ বছর বাদে তিন প্রধানের বাইরে কলকাতা লিগ খেতাব জিতেছে পিয়ারলেস। ওই দলের কোচ জহর দাসের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি মনে করেন, ফেডারেশনের যুব দল ইন্ডিয়ান অ্যারোজের উন্নতিতে জহর দাসকে কাজে লাগানো উচিত। এরই মাঝে পেট্রোল পাম্পের জমির জন্য রাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি। তিনি বলেছেন, একটি তেল কোম্পানি তাঁকে পেট্রোল পাম্পের লাইসেন্স দিতে রাজি। জমির অভাবে সেটা তিনি করতে পারছেন না। রাজ্য সরকার সাহায্য করলে তিনি উপকৃত হবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন-পাক এলাকায় ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা, খতম ৫সেনা

Previous articleপাক এলাকায় ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা, খতম ৫সেনা
Next articleফের কেন্দ্রের ফতোয়া, বিক্ষোভ, অশান্তির দৃশ্য টিভিতে দেখানো যাবে না