পাক এলাকায় ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা, খতম ৫সেনা

কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে জঙ্গি ঢোকাতে গিয়ে ভারতীয় সেনা বাহিনীর আক্রমণের মুখে পড়ে দিশেহারা হলো পাক সেনাবাহিনী। ঘটনা শুক্রবার রাতে পাক-অধিকৃত কাশ্মীরের তাংধর সেক্টরে। ভারতীয় সেনা সরাসরি আক্রমণ চালায় জুড়া, আথমুকাম এবং কুন্দলশাহী এলাকায়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এই তিনটি গ্রাম। সেনা সূত্রে খবর, কম করে পাকিস্তানের ৫ সেনার মৃত্যু হয়েছে। গত রবিবার এই পাক অধিকৃত কাশ্মীর থেকে পাক সেনা পরপর শেল ছুড়তে থাকে ভারতীয় গ্রাম লক্ষ্য করে। তারপরেই ভারতীয় সেনা পাল্টা হামলার প্রস্তুতি নিয়েছিল। সেনার কাছে খবর ছিল এই তিনটি গ্রামে জঙ্গিরা সমবেত হয়েছিল। লক্ষ্য ছিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করা।এই তিনটি গ্রামে ছিল জঙ্গি ঘাঁটি, এবং কম করে ৫০জন সেখানে ঘাঁটি গেড়েছিল। তাদের নিরাপত্তা দিচ্ছিল পাক সেনা। লুকিয়ে ছিল অনেকে পাক বাঙ্কারে। সেনাপ্রধান জেনারেল বিপিন রানাওয়াত বলেছেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ধারা তুলে নেওয়ার পরেই পাকিস্তান দেশে অস্থিরতা তৈরি করতে জঙ্গিদের ঢোকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে। তাই পাল্টা পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-গঙ্গাসাগর মেলা শুরু ১০ জানুয়ারি, নতুন সাজে কপিলমুনির মন্দির

 

Previous articleগঙ্গাসাগর মেলা শুরু ১০ জানুয়ারি, নতুন সাজে কপিলমুনির মন্দির
Next articleমৌলানা আবুল কালাম আজাদ খেতাব পাবেন দ্রোণাচার্য