নাগরিকত্ব আইনের প্রতিবাদে কংগ্রেস কোথায়? খোঁচা প্রশান্ত কিশোরের

নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসকে রাস্তায় দেখা যাচ্ছে না কেন? কংগ্রেসের আন্দোলন কোথায়? নাগরিকত্ব আইনের ইস্যুতে কংগ্রেসকে খোঁচা দিয়ে মন্তব্য প্রশান্ত কিশোরের। দেশের অন্যতম ভোট-কৌশলবিদ ও জেডিইউ-র সহ সভাপতি পিকে বলেন, যে আইন নিয়ে সমাজের সর্বস্তরে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হচ্ছে, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী আইন চালু না করার বিষয়ে কট্টর অবস্থান নিচ্ছেন, সেখানে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা এখনও পর্যন্ত একসুরে কথা বলতে পারছেন না, রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হতে দেখা যাচ্ছে না দলের নেতাদের। পিকের মতে, শুধু বিবৃতি দিয়ে আইনের সমালোচনা করে লাভ নেই। এত বড় একটা জনস্বার্থের ইস্যু পেয়েও আন্দোলনে নেতৃত্ব দিতে ব্যর্থ ভারতের শতাব্দীপ্রাচীন দল।

 

Previous articleছাত্র মিছিলকে কেন্দ্র করে বিজেপি অফিসের সামনে তুমুল উত্তেজনা! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
Next articleরবিবার লক্ষ্ণৌতে তৃণমূল দল, তরজা শুরু