কনকনে শীত চলবে, বড়দিনেও থাকছে একই আমেজ

শীত নেই নেই বলতে-বলতেই টানা প্রায় ৪-৫ দিনের শৈত্যপ্রবাহে জবুথবু শহর কলকাতাসহ রাজ্যের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল গোকুলচন্দ্র দেবনাথ জানাচ্ছেন, আজ, শনিবারও শৈত্যপ্রবাহ থাকবে। উত্তরবঙ্গর গা ঘেঁষে বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় জলীয়বাষ্প ঢুকছে এবং ঘন কুয়াশা তৈরি করছে। সেই কারণে দিনের তাপমাত্রা বাড়ছে না। শুক্রবার বোলপুর শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল ৬.৯ডিগ্রি, পুরুলিয়া, বাঁকুড়াতে ৭.৪ ডিগ্রি, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ১১.৬ ডিগ্রি। যদিও আসানসোলে তাপমাত্রা ৭-৮ ডিগ্রিতে প্রায় নেমে যায়। বারাকপুর ছিল ১০.৪ ডিগ্রি। অন্যদিকে উত্তরবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে জাঁকিয়ে পড়েছে শীত। এই সব জেলায় তাপমাত্রা ৭-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। দার্জিলিং এর তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। কনকনে শীতের কারণে কলকাতার বাজারে শীতের পোশাকের ব্যাপক চাহিদা। বড়দিন এবং নতুন বছরে শীতের প্রকোপ মোটামুটি একইরকম থাকবে বলেই আবহাওয়া দফতরের ধারণা।

Previous articleনতুন বছরের শুরুতেই বাড়তে চলেছে দুধের দাম!
Next articleফের বিতর্ক! এবার জন্ম নিয়ন্ত্রণের খসড়া তৈরি করছে কেন্দ্র