ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কী বললেন সৌরভ, জানেন?

বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে চিন্তাভাবনা শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভের মতে, এই নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে। সৌরভ বলেছেন, ‘‘এই প্রশ্নটা আপনাদের মোদিজি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে করা উচিৎ। আন্তর্জাতিক যে কোনও ট্যুরে সরকারের অনুমতির প্রয়োজন হয় আর আমাদের সেটা করতে হলে অনুমতি নিতে হবে। তাই এই প্রশ্নের আমার কাছে কোনও উত্তর নেই।”

এই দুই দেশ শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১২তে যখন পাকিস্তা‌ন ভারতে দুই ম্যাচের টি-২০ সিরিজ এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে এসেছিল।

আরও পড়ুন-খোলা বাজারে আলুর দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে!

 

Previous articleখোলা বাজারে আলুর দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে!
Next articleসিএএ বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে যোগীর রাজ্যে তৃণমূলের প্রতিনিধি দল