ব্যারাকপুর শিল্পাঞ্চল তথা জেলা জুড়ে কুয়াশার চাদরে মোড়া।শীতকালের প্রথম কুয়াশা। সূর্যের মুখ দেখা যায়নি সকাল ৯টা পর্যন্ত।রবিবারের সকালে রাস্তায় লোকজন কম। যাদের না বেরোলেই নয় তারাই বাধ্য হয়েছে বেরোতে।

রাস্তায় গাড়ি গুলি দুর্ঘটনা এড়াতে সারিবদ্ধ ভাবে আলো জ্বালিয়ে চলাচল করছে। ট্রেন চলাচল ধীর গতিতে হাওয়ায় নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্বে চলছে।
