ডু অর ডাই ম্যাচে কোহলিদের বিপদেই ফেলল ক্যারিবিয়ানরা। জিতলে সিরিজ জয়, টানা দশটি একদিনের সিরিজ জেতার রেকর্ড। কিন্তু টসে জিতে পোলার্ডদের ব্যাট করতে পাঠিয়ে বিরাট এদিন খুব একটা লাভ করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিজ ৬.৩০ গড়ে ৩১৫ রান তোলে ৫উইকেট হারিয়ে। অর্থাৎ ভারতের টার্গেট ৩১৬। অধিনায়ক পোলার্ড দুর্দান্ত ৭৪ রানের ইনিংস খেলেন। ভারতের নবদীপ সাইনি ২টি ও শামি একটি উইকেট নেন।
আরও পড়ুন-শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, কেন জানেন ?