Sunday, November 16, 2025

CAA-বিভ্রান্তি কাটাতে এবার দেশজুড়ে প্রত্যক্ষ জনসংযোগ শুরু করছে বিজেপি

Date:

Share post:

নাগরিকত্ব আইন নিয়ে বেড়ে চলা বিভ্রান্তি ও অপপ্রচার কাটাতে জনসংযোগের মাধ্যমে দেশের তিন কোটি পরিবারের কাছে পৌঁছনোর কর্মসূচি নিল বিজেপি। এজন্য সারা দেশে কয়েকশো পদযাত্রা ও তিনশো সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রত্যক্ষ জনসংযোগের কর্মসূচি নেওয়া হয়েছে। বিজেপি কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা বলেন, নাগরিকত্ব আইনের প্রতিবাদে যারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, হিংসা ছড়াচ্ছেন বা সরকারের বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন তাদের অধিকাংশই আইনে ঠিক কী বলা হয়েছে তা না জেনেই এসব করছেন। এই নাগরিকত্ব আইনে কারুর দেশ ছাড়ার কথা বলাই হয়নি। শুধুমাত্র তিনটি দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ভারতে আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেশ ছাড়ার ভয় দেখিয়ে মানুষকে উত্তেজিত করা হচ্ছে। কিছু মানুষ আইনে কী আছে তা না জেনেবুঝেই প্ররোচিত হচ্ছেন।

বিজেপি নেতা বলেন, কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি সাধারণ মানুষের থেকে আসল তথ্য লুকিয়ে, আইন সম্পর্কে মনগড়া ব্যাখ্য দিয়ে ও মিথ্যা প্রচার করে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছে। এসবের পাল্টা প্রচার হিসাবে নাগরিকত্ব আইনের বিষয়বস্তু ও সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরবে বিজেপি। একইসঙ্গে বিরোধীদের দ্বিচারিতার কৌশল ফাঁস করতে অতীতে সংসদে দাঁড়িয়ে মনমোহন সিং বা মমতা ব্যানার্জির মত বিরোধী নেতানেত্রী নাগরিকত্ব ও অনুপ্রবেশ ইস্যুতে কী কী বলেছিলেন, তার ভিডিও-ক্লিপিংস তুলে প্রচার করবে বিজেপি। বিজেপি নেতা ভুপেন্দ্র যাদব বলেন, নাগরিকত্ব আইন সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে ওঠার দিন বিচারপতিরাই বলেছিলেন আইন সম্পর্কে ভুল ধারণা কাটাতে অডিও-ভিস্যুয়াল প্রচার দরকার। আমরা সেটাই করছি।

 

spot_img

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...