এনআরসি-সিএএ বিরোধী সরকারি বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা হাইকোর্টের

এনআরসি-সিএএ-র বিরোধিতায় সরকারি বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। নাগরিকত্ব আইন ও নাগরিক পঞ্জী এই রাজ্যে কার্যকর হবে না বলে যে বিজ্ঞাপন রাজ্য সরকারের তরফে সংবাদ মাধ্যমে দেওয়া হচ্ছে তার বিরোধিতা করে একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সোমবার, সেই মামলার শুনানিতে বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করা করেছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ৯ জানুয়ারি।

Previous articleফিকে গেরুয়া, ঝাড়খণ্ডে উৎসবে সামিল কংগ্রেস-জেএমএম
Next articleরাজঘাটে ছাত্র-যুবদের সামিল হওয়ার ডাক রাহুল গান্ধীর