এনআরসি-সিএএ-র বিরোধিতায় সরকারি বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। নাগরিকত্ব আইন ও নাগরিক পঞ্জী এই রাজ্যে কার্যকর হবে না বলে যে বিজ্ঞাপন রাজ্য সরকারের তরফে সংবাদ মাধ্যমে দেওয়া হচ্ছে তার বিরোধিতা করে একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সোমবার, সেই মামলার শুনানিতে বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করা করেছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ৯ জানুয়ারি।



