Saturday, August 23, 2025

এক্সিট পোলের হিসেব বলছে এবার ঝাড়খণ্ডের রং কিছুতেই গেরুয়া হচ্ছে না৷

এমনই হবে, না’কি বুথফেরত সমীক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে ঝাড়খণ্ডে পদ্ম-ই ফুটবে?

উত্তর জানা যাবে আজ, সোমবার 23 ডিসেম্বর৷
ঝাড়খণ্ড বিধানসভার 81 আসনের জন্য 5 দফায় ভোটগ্রহণ হয়েছে৷ নির্বাচন কমিশন সূত্রের খবর, ঝাড়খণ্ডে এবার মোট 5 দফায় সব মিলিয়ে ভোট পড়েছে 65.17 শতাংশ৷ ভোটপর্ব শেষ, এবার সেই মাহেন্দ্রক্ষণ ! জানা যাবে এখনও জনমানসে নরেন্দ্র মোদি আর অমিত শাহের ভাবমূর্তি অটুট আছে? না’কি কংগ্রেস- JMM জোট খালি হাতে ফিরিয়ে দেবে ‘ভক্ত’-দের !

সাম্প্রতিক অতীতে মহারাষ্ট্র ও হরিয়ানায় মোদির নেতৃত্বাধীন NDA জোট জোর ধাক্কা খেয়েছে৷ ঝাড়খণ্ডে তাই ক্ষমতায় ফেরাটা বিজেপির কাছে ইজ্জতের বিষয়৷ শুধুই ইজ্জত নয়, অস্তিত্বের বিষয়ও বটে৷ কিন্তু বিভিন্ন বুথফেরত সমীক্ষা ইঙ্গিত দিয়েছে ঝাড়খণ্ড হাতছাড়া হচ্ছে বিজেপির৷ ওই রাজ্যে জিতছে JMM- কংগ্রেস জোট৷ NDA-তে থাকা
বেশ কয়েকটি দল ঝাড়খণ্ডে এবার এককভাবে লড়েছে৷ এই দলগুলি হলো, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, রামবিলাস পাসোয়ানের লোকজনশক্তি পার্টি এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড৷ উল্টোদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা JMM-এর হেমন্ত সোরেনের নেতৃত্বে JMM-কংগ্রেস-RJD জোট লড়েছে৷

মোট 3টি এক্সিট পোলের মধ্যে 2টির ইঙ্গিত, বিরোধী জোটই এ বার ঝাড়খণ্ডে
ক্ষমতায় আসছে ৷ আর একটি বুথফেরত সমীক্ষা বলেছে, ত্রিশঙ্কু হতে পারে ফল৷ কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না৷ 2014 সালে ঝাড়খণ্ডে বিজেপি জিতেছিল 37 আসন৷ তাদের জোটসঙ্গী AJSU জিতেছিল 5 আসনে৷

🔶 ‘ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র সমীক্ষা বলছে, 81 আসনের ঝাড়খণ্ড বিধানসভায় 38 – 50 আসন যেতে পারে JMM-কংগ্রেস-RJD জোটের হাতে৷ আর বিজেপির জুটতে পারে 22 – 32 আসন। এর অর্থ, গেরুয়া শিবিরের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কোনও সম্ভাবনাই নেই।

🔶 ‘টাইমস নাও’-এর এক্সিট পোল JMM-কংগ্রেস-RJD জোটকে দিয়েছে 44 আসন, আর বিজেপির ভাগ্যে 28টি আসন। এই সমীক্ষাতেও হারছে গেরুয়া শিবির৷

🔶 আইএএনএস – সি ভোটার – এবিপি সমীক্ষায় দেখা যাচ্ছে JMM- কংগ্রেস-RJD জোট পাচ্ছে 35 আসন, আর বিজেপি 32 আসন। অর্থাৎ, কোনও পক্ষই ম্যাজিক ফিগার 41-এর গেড়ো টপকাতে পারছে না।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version