Sunday, November 16, 2025

চিড়িয়াখানায় উদ্বোধন হওয়া ফলকের ভাষা কোন অফিসারের, তদন্ত হোক

Date:

“মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা”-কে এবার একেবারে সিংহের সঙ্গম-স্তরে নিয়ে গেলেন আলিপুর চিড়িয়াখানা এবং-অথবা বন দফতরের পদস্থ অফিসাররা৷

রবিবার আলিপুর চিড়িয়াখানায় ‘বড়দিনে কলকাতার নতুন আকর্ষণ’ হিসাবে নিশাচর প্রাণী এবং বন্য কুকুরদের নতুন ঘেরাটোপের উদ্বোধন করা হয়৷ একইসঙ্গে উদ্বোধন হয় চিড়িয়াখানাতেই জন্ম নেওয়া সিংহ শাবকদের জন্যও আর একটি ঘেরাটোপের৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বন দফতরের রাষ্ট্রমন্ত্রী সুজিত বসু৷
আর এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে দুই মন্ত্রী দু’টি ফলকের উদ্বোধন করেন৷ বিতর্ক দেখা দিয়েছে এই দুই ফলকের ভাষা নিয়ে৷ এ ধরনের ফলকের ভাষা দেখা মুখ্যমন্ত্রীর কাজ নয়৷ সংশ্লিষ্ট বিভাগীয় মন্ত্রীরাও এ সব দেখেন না৷ গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করেন বিভাগীয় অফিসাররা৷ এক্ষেত্রে যেমন ফলকের ভাষা দেখার কাজ দেখেছেন আলিপুর চিড়িয়াখানা আর বন দফতরের পদস্থ অফিসাররা৷ আর এই অপরিনত মেধার অফিসাররাই সমালোচনাযোগ্য এই বে-নজির কাণ্ডটি ঘটিয়ে দিয়েছেন৷
এদিন উদ্বোধন হওয়া দু’টি ফলকের একটিতে লেখা, “পশ্চিমবঙ্গের মাননীযয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতেই জন্ম নেওয়া সিংহ শাবকদের…..”৷ এই ভাষা রাজ্যের কোন আধিকারিক বা আধিকারিকরা অনুমোদন করলেন? বাংলাভাষা সম্পর্কে তাঁর বা তাঁদের ন্যূনতম ধারনা আছে?

“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়” কথাটিকে এনারা কোন আক্কেলে সিংহের সঙ্গম-স্তরের পর্যায়ে নামিয়ে দিলেন, তার কৈফিয়ত তো ওই বোদ্ধাদেরই দিতে হবে৷ এর তদন্ত হওয়াও প্রয়োজন৷ কোন শব্দ কোথায় ব্যবহৃত হয়, সে সম্পর্কে এখনই তাঁদের প্রয়োজনীয় পড়াশুনো দরকার৷
এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকা মাননীয় দুই মন্ত্রীর কাছে অনুরোধ, দৃষ্টি এবং শ্রুতিকটু ওই লাইনটি অনুগ্রহ করে
এখনই বদল করে শোভন-ভাষায় নতুন ফলক স্থাপনের উদ্যোগ নিন৷

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version