Sunday, August 24, 2025

চিড়িয়াখানায় উদ্বোধন হওয়া ফলকের ভাষা কোন অফিসারের, তদন্ত হোক

Date:

“মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা”-কে এবার একেবারে সিংহের সঙ্গম-স্তরে নিয়ে গেলেন আলিপুর চিড়িয়াখানা এবং-অথবা বন দফতরের পদস্থ অফিসাররা৷

রবিবার আলিপুর চিড়িয়াখানায় ‘বড়দিনে কলকাতার নতুন আকর্ষণ’ হিসাবে নিশাচর প্রাণী এবং বন্য কুকুরদের নতুন ঘেরাটোপের উদ্বোধন করা হয়৷ একইসঙ্গে উদ্বোধন হয় চিড়িয়াখানাতেই জন্ম নেওয়া সিংহ শাবকদের জন্যও আর একটি ঘেরাটোপের৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বন দফতরের রাষ্ট্রমন্ত্রী সুজিত বসু৷
আর এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে দুই মন্ত্রী দু’টি ফলকের উদ্বোধন করেন৷ বিতর্ক দেখা দিয়েছে এই দুই ফলকের ভাষা নিয়ে৷ এ ধরনের ফলকের ভাষা দেখা মুখ্যমন্ত্রীর কাজ নয়৷ সংশ্লিষ্ট বিভাগীয় মন্ত্রীরাও এ সব দেখেন না৷ গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করেন বিভাগীয় অফিসাররা৷ এক্ষেত্রে যেমন ফলকের ভাষা দেখার কাজ দেখেছেন আলিপুর চিড়িয়াখানা আর বন দফতরের পদস্থ অফিসাররা৷ আর এই অপরিনত মেধার অফিসাররাই সমালোচনাযোগ্য এই বে-নজির কাণ্ডটি ঘটিয়ে দিয়েছেন৷
এদিন উদ্বোধন হওয়া দু’টি ফলকের একটিতে লেখা, “পশ্চিমবঙ্গের মাননীযয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতেই জন্ম নেওয়া সিংহ শাবকদের…..”৷ এই ভাষা রাজ্যের কোন আধিকারিক বা আধিকারিকরা অনুমোদন করলেন? বাংলাভাষা সম্পর্কে তাঁর বা তাঁদের ন্যূনতম ধারনা আছে?

“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়” কথাটিকে এনারা কোন আক্কেলে সিংহের সঙ্গম-স্তরের পর্যায়ে নামিয়ে দিলেন, তার কৈফিয়ত তো ওই বোদ্ধাদেরই দিতে হবে৷ এর তদন্ত হওয়াও প্রয়োজন৷ কোন শব্দ কোথায় ব্যবহৃত হয়, সে সম্পর্কে এখনই তাঁদের প্রয়োজনীয় পড়াশুনো দরকার৷
এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকা মাননীয় দুই মন্ত্রীর কাছে অনুরোধ, দৃষ্টি এবং শ্রুতিকটু ওই লাইনটি অনুগ্রহ করে
এখনই বদল করে শোভন-ভাষায় নতুন ফলক স্থাপনের উদ্যোগ নিন৷

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version