সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সোমবার বেলা 3টেয় দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে বিক্ষোভ দেখাবে কংগ্রেস। সেই কর্মসূচির আগে দেশের ছাত্র ও যুব সমাজকে গর্জে ওঠার ডাক দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ নাগরিকত্ব (সংশোধনী) বিল সংসদের উভয় কক্ষে পাস হয়ে আইনে পরিণত হওয়ার এই প্রথম কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পথে নেমে প্রতিবাদ করবে৷ সোমবার সকালে রাহুল গান্ধী এক টুইটে বলেছেন, “ভারতের ছাত্রসমাজ ও যুবক সম্প্রদায়, এখন শুধু ভারতীয় হিসাবে গর্ববোধ করলেই আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। এ সময়ে কঠিন হলেও দেখাতে হবে আপনি ভারতীয় হিসাবে দেশে বিদ্বেষের পরিবেশ তৈরি হতে দেবেন না। তাই প্রতিবাদ করার আহ্বান জানাবো। আজ, সোমবার, বেলা তিনটেয় আমার সঙ্গে যোগ দিন রাজঘাটে, মোদি-শাহের তৈরি ঘৃণা ও সহিংসতার পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন আপনারাও”৷
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গোটা দেশ প্রতিবাদে নামলেও সেভাবে পথে নেমে প্রতিবাদ করতে দেখা যায়নি কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে৷ এই আপাত নিষ্ক্রিয়তা তীব্র সমালোচনার মুখেও পড়ে কংগ্রেস৷ দলের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী অবশ্য গত সপ্তাহে ইন্ডিয়া গেটে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছিলেন৷ আজ রাজঘাটে তাই জোরকদমে নামতে চাইছে কংগ্রেস৷
