চলতি বছরে রানের পাহাড়ে কোহলিকে হারিয়ে দিলেন রোহিত

ওপেনার হিসেবে এ বছরে সবচেয়ে বেশি রানের নজির গড়েছেন রোহিত শর্মা।এমনকী একদিনের ক্রিকেটেও মোট রানে বিরাট কোহালিকে হারালেন রোহিত শর্মা। ২০১৯ সালে ৫০ ওভারের ফরম্যাটে ২৭ ইনিংসে ১৪৯০ রান করেছেন রোহিত। গড় ৫৭.৩০। স্ট্রাইক রেট ৮৯.৯২। সর্বাধিক ১৫৯। সেখানে কোহালির ব্যাটে ২৫ ইনিংসে এসেছে ১৩৭৭ রান। গড় ৫৯.৮৬। স্ট্রাইক রেট ৯৬.৩৬। সেঞ্চুরির সংখ্যায় রোহিত এগিয়ে। এই বছরে ওয়ানডে ফরম্যাটে সাতটি সেঞ্চুরি করেছেন তিনি। যার মধ্যে পাঁচটিই এসেছে বিশ্বকাপে। যা রেকর্ড। কোহালি আবার বিশ্বকাপে কোনও সেঞ্চুরি করেননি। এই বছরে তাঁর ব্যাট থেকে এসেছে পাঁচটি ওডিআই সেঞ্চুরি। চলতি বছরে একদিনের ক্রিকেটে বাউন্ডারি মেরেছেন ৩৬টি ছয়। সঙ্গে ১৪৬টি চার। কোহালির ব্যাটে এসেছে আটটি ছয় এবং ১৩৩টি চার।

তবে ওয়ান ডে ক্রিকেটে মোট রানে রোহিত শর্মা এগিয়ে থাকলেও সার্বিক ভাবে তিন ফরম্যাট মিলিয়ে এগিয়ে রয়েছেন বিরাট কোহলি। এ বছর তিন ফরম্যাট মিলিয়ে কোহলি ৬৪.৬০ গড়ে করেছেন ২৪৫৫ রান। স্ট্রাইক রেট ৯০.৫৫। রোহিত তিন ফরম্যাট মিলিয়ে রয়েছেন দুই নম্বরে। তিনি ৫৩.০৮ গড়ে করেছেন ২৪৪২ রান। স্ট্রাইক রেট ৯১.২৮। তবে মোট সেঞ্চুরিতে এগিয়ে রয়েছেন রোহিত শর্মা। তিনি করেছেন ১০ শতরান। কোহালির ব্যাটে এসেছে সাত শতরান।

আরও পড়ুন-কটকে দুরন্ত রান তাড়া ভারতের, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল ভারত

 

Previous articleঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী সম্ভবত হেমন্ত সোরেন, চিনে নিন তাঁকে
Next articleএনআরসির বিরোধিতায় দিনহাটার পথে নামলো তৃণমূল