‘অন্ধ্রে NRC হতে দেব না’‌, মোদি-শাহের ঘুম কেড়ে এবার জানালেন জগন

লাইন যত দীর্ঘায়িত হচ্ছে, রক্তচাপ ততই বৃদ্ধি পাচ্ছে মোদি-শাহের৷

এবার NRC-র বিরোধিতার সুর জগনের গলায়৷ সোমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি স্পষ্টভাষায় জানিয়েছেন, “আমার রাজ্যে কোনওভাবেই NRC হতে দেবো না”।

সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA এবং NRC-র বিরুদ্ধে টানা বিক্ষোভ চলছে একাধিক রাজ্যে। NRC-র বিরোধিতা করে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, দিল্লি–সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁদের রাজ্যে এসব হবেনা। এই তালিকায় নবতম সংযোজন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ।

অন্ধ্রের কাডাপায় সোমবার একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে সংবাদমাধ্যমের সামনে জগন বলেছেন, “NRC নিয়ে আমার দৃষ্টিভঙ্গি জানতে চাইছিলেন সংখ্যালঘু ভাইবোনেরা। আমি তাঁদের দৃঢ়ভাবেই জানাতে চাই, আমরা NRC–র বিরুদ্ধে। কোনও অবস্থাতেই অন্ধ্রপ্রদেশে NRC করতে দেব না।’

গত সপ্তাহেই NRC নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী আজমথ বাশা৷ তিনি জানিয়েছিলেন, মুসলিম বিরোধী কোনও বিলকে সমর্থন করবে না অন্ধ্রের সরকার। এবার খোদ মুখ্যমন্ত্রীও একই কথা জানালেন৷ যেভাবে
CAA এবং NRC মানতে না চাওয়া মুখ্যমন্ত্রীর সংখ্যা বাড়ছে, রাজনৈতিক মহলের আশঙ্কা, এরপর না মোদি-শাহ এই দুই প্রক্রিয়া বাতিল না ঘোষণা করেন৷

Previous articleধনকড়কে আচার্য মানতে নারাজ যাদবপুরের পড়ুয়ারা!
Next articleব্রেকফাস্ট নিউজ