ভারতের অর্থনৈতিক মন্দার জন্য পরিচালন ব্যবস্থার গাফিলতিকেই দায়ী করলেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের ইকনমিক কাউন্সেলর ও গবেষণা বিভাগের অধিকর্তা গীতা গোপীনাথই। সোমবার সকালে তিনি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মোদিকে তিনি তাঁর উদ্বেগের কথা জানান।
এর আগে শুক্রবারই গীতা বলেছিলেন, আমার মনে হচ্ছে, এই অর্থনৈতিক মন্দার জন্য পরিচালনগত গাফিলতি, অনিশ্চয়তা একটা বড় ভূমিকা নিয়েছে। কেন্দ্রীয় সরকারকে এ বার এই পরিচালনগত অনিশ্চয়তার বিষয়টি নিয়েও ভাবতে হবে।কী কী কারণে এই অর্থনৈতিক মন্দা, সেগুলি তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। শুনেছেন প্রধানমন্ত্রীর বক্তব্য।কী ভাবে দ্রুত সেই মন্দার গ্রাস থেকে দেশ বেরিয়ে আসতে পারে, বৈঠকে প্রধানমন্ত্রীকে সে কথাও জানিয়েছেন।প্রসঙ্গত, তিন বছর আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোটবন্দির ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন।
ভারতের অর্থনৈতিক মন্দার জন্য পরিচালন ব্যবস্থার গাফিলতিকেই দায়ী করলেন গীতা
Date:
Share post: