ক্যাবিনেটের সবুজ সংকেত, ছোট হচ্ছে রেলওয়ে বোর্ড

কেন্দ্রীয় ক্যাবিনেট সবুজ সংকেত দিলো৷ এবার থেকে ভারতীয় রেলওয়ে বোর্ড 8 সদস্য থেকে কমিয়ে 5 সদস্যের করা হচ্ছে। রেলমন্ত্রী পীযূষ গয়াল মঙ্গলবার জানিয়েছেন, কেন্দ্রীয় ক্যাবিনেটের সম্মতিতে রেলওয়ে বোর্ডকে 8 সদস্যের থেকে কমিয়ে 5 সদস্যের করা হচ্ছে। এ ছাড়া রেলে এবার থেকে কেবল দু’টি বিভাগ থাকবে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা RPF ও মেডিক্যাল সার্ভিস ডিপার্টমেন্ট। বাকি সমস্ত বিভাগ একটি রেলওয়ে ম্যানেজমেন্ট সিস্টেমের অন্তর্গত করা হবে।

2015 সালে বিবেক দেবরায়ের কমিটি বোর্ডের পুনর্বিন্যাসের প্রস্তাব রেখেছিল। সেই প্যানেলের তরফে জানানো হয়েছিল, রেলের কেন্দ্রীয় গঠন ও বিভাগীয় বিন্যাস রেলের কর্মসংস্কৃতির ক্ষতি করছে।

Previous articleমমতার সঙ্গে কথা বলবেন অমিত শাহ
Next articleNRC-CAA বিরোধিতায় এবার পড়ুয়াদের সঙ্গে পথে নামলেন প্রেসিডেন্সির অধ্যাপকরাও