Thursday, August 28, 2025

কাঁসর-ঘন্টার তালে মমতার স্লোগান, “ঝাড়খণ্ড, বিজেপি হয়েছে লণ্ডভণ্ড”!

Date:

NRC-CAA বিরোধী চতুর্থ পদযাত্রা শুরুর আগে ফের বিজেপিকে তুলধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে এই মিছিল শুরুর আগে মমতা বলেন, “সর্বধর্ম সমন্বয়ের প্রাণ কেন্দ্র স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে আজ আমরা NRC-CAA বিরোধী মিছিলের পথ চলা শুরু করছি। সারা ভারতের মানুষ বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলে অংশ নিচ্ছে। বিজেপির চালাকিতে আমরা আর কেউ পা দিচ্ছি না।”

আজকের আন্দোলন সারা বিশ্বের মুক্তিকামী মানুষের আন্দোলন। স্বামীজি সকল ধর্মের মানুষকে নিয়ে চলছেন। তিনি মুসলিমের বাড়িতে গিয়েও খেয়েছেন।”

এরপরই মমতা বিজেপিকে আক্রমণ করে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, NRC-CAA হবে। আর প্রধানমন্ত্রী বলছেন, আমরা তো বলিনি। মানুষ ওদের চালাকি ধরে ফেলেছে। ঝাড়খণ্ডে জবাব দিয়েছে। ঝাড়খণ্ড, বিজেপি হয়েছে লণ্ডভণ্ড!”

বিজেপি মতুয়াদের নিয়ে রাজনীতি করছে অভিযোগ তুলে মমতা বলেন, “মতুয়াদের জন্য আমরা সব করেছি। তারা নাগরিক। আবার নতুন করে কেন তাদের নাগরিকত্ব-এর কথা বলে তাদের অপমান করা হচ্ছে?”

বাংলাতেই গণতন্ত্র রয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে কী হচ্ছে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশে কত মানুষ মরেছে। লখনউতে আমাদের প্রতিনিধিদের নামতে দেয়নি। কিন্তু এখানে মিছিল করে, জ্ঞান দিয়ে চলে যাচ্ছে। আমরা আটকায়নি। তাহলে কোথায় গণতন্ত্র আছে, সেটা সবাই দেখছে।”

তিনি আরও বলেন, “স্বামীজীর বাড়ি, নিবেদিতার বাড়ি আমরা সংস্কার করেছি। মায়ের বাড়ি থেকে সব করেছি আমরা। তারাপীঠ আমরা করেছি। কালীঘাট স্কাই ওয়াক আমরা করবো। দক্ষিণেশ্বর আমরা করে দিয়েছি। এগুলি আমাদের ঐতিহ্য। গঙ্গাসাগর করেছি। যান বিজেপির নেতারা দেখে আসুন।”

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version