Thursday, November 6, 2025

কাঁসর-ঘন্টার তালে মমতার স্লোগান, “ঝাড়খণ্ড, বিজেপি হয়েছে লণ্ডভণ্ড”!

Date:

NRC-CAA বিরোধী চতুর্থ পদযাত্রা শুরুর আগে ফের বিজেপিকে তুলধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে এই মিছিল শুরুর আগে মমতা বলেন, “সর্বধর্ম সমন্বয়ের প্রাণ কেন্দ্র স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে আজ আমরা NRC-CAA বিরোধী মিছিলের পথ চলা শুরু করছি। সারা ভারতের মানুষ বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলে অংশ নিচ্ছে। বিজেপির চালাকিতে আমরা আর কেউ পা দিচ্ছি না।”

আজকের আন্দোলন সারা বিশ্বের মুক্তিকামী মানুষের আন্দোলন। স্বামীজি সকল ধর্মের মানুষকে নিয়ে চলছেন। তিনি মুসলিমের বাড়িতে গিয়েও খেয়েছেন।”

এরপরই মমতা বিজেপিকে আক্রমণ করে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, NRC-CAA হবে। আর প্রধানমন্ত্রী বলছেন, আমরা তো বলিনি। মানুষ ওদের চালাকি ধরে ফেলেছে। ঝাড়খণ্ডে জবাব দিয়েছে। ঝাড়খণ্ড, বিজেপি হয়েছে লণ্ডভণ্ড!”

বিজেপি মতুয়াদের নিয়ে রাজনীতি করছে অভিযোগ তুলে মমতা বলেন, “মতুয়াদের জন্য আমরা সব করেছি। তারা নাগরিক। আবার নতুন করে কেন তাদের নাগরিকত্ব-এর কথা বলে তাদের অপমান করা হচ্ছে?”

বাংলাতেই গণতন্ত্র রয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে কী হচ্ছে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশে কত মানুষ মরেছে। লখনউতে আমাদের প্রতিনিধিদের নামতে দেয়নি। কিন্তু এখানে মিছিল করে, জ্ঞান দিয়ে চলে যাচ্ছে। আমরা আটকায়নি। তাহলে কোথায় গণতন্ত্র আছে, সেটা সবাই দেখছে।”

তিনি আরও বলেন, “স্বামীজীর বাড়ি, নিবেদিতার বাড়ি আমরা সংস্কার করেছি। মায়ের বাড়ি থেকে সব করেছি আমরা। তারাপীঠ আমরা করেছি। কালীঘাট স্কাই ওয়াক আমরা করবো। দক্ষিণেশ্বর আমরা করে দিয়েছি। এগুলি আমাদের ঐতিহ্য। গঙ্গাসাগর করেছি। যান বিজেপির নেতারা দেখে আসুন।”

Related articles

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...
Exit mobile version