বৈতালিক আর উপাসনায় শুরু পৌষমেলা

‘মোরে ডাকি লয়ে যাও মুক্ত দ্বারে’-এই সুরে বৈতালিক আর উপাসনার মধ্যে দিয়ে শান্তিনিকেতনে শুরু হল ১২৫ তম পৌষমেলা। মঙ্গলবার, ভোরে হতেই শান্তিনিকেতনের উপাসনা গৃহ থেকে ভেসে আসে সানাইয়ের সুর। তারপরেই ছাতিমতলায় বসে উপাসনা। অংশগ্রহণ করেন ভারপ্রাপ্ত উপাচার্য বিদ্যুৎকুমার চক্রবর্তী, প্রাক্তন আশ্রমিক সুপ্রিয় ঠাকুর প্রমুখ।

এবার পৌষমেলা চার দিনের ছাড়পত্র পেয়েছে। তবে, পরিবেশ আদালতের নির্দেশে বন্ধ বাজি পোড়ান। মেলার দূষণ বিধি নিয়ন্ত্রণ দেখার জন্য একটি মনিটরিং কমিটি গড়া হয়েছে। রয়েছে সত্যপীরের পাঁচালী, বাউল, লোকনৃত্য, কীর্তন, রাইবেশে, সাঁওতালি নৃত্য, স্মৃতিবাসর, যাত্রা পালা ইত্যাদি।

আরও পড়ুন-সোনারপুর স্টেশনে এত অজানা বহিরাগত কেন? প্রশ্ন দিলীপের

 

Previous articleবড়দিনের কেকের গন্ধ ছড়াতে ঘাম ঝরছে কারিগরদের
Next articleদুর্গাপুর ফ্লাইওভারের নীচে আটকে গেল সেই বিমান!