বোর্ড সভাপতি সৌরভের হস্তক্ষেপে চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেন বুমরাহ

চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেন পেসার জশপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজে ভারতীয় দলে ফেরানো হয়েছে তাঁকে।বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপে কেরালার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে হচ্ছে না ভারতীয় স্পিডস্টার জশপ্রীত বুমরাহকে। পিঠে চোটের জন্য বেশ কিছু দিন ক্রিকেটের বাইরে ছিলেন বুমরাহ। তবে চোট সারিয়ে তিনি যে ভারতীয় দলে ফিরতে চলেছে সেই আন্দাজ পাওয়া যাচ্ছিলই। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাখাপত্তনমের ম্যাচের আগেই নেটে বল করেছিলেন তিনি।
সোমবার নয়াদিল্লিতে আসন্ন সিরিজগুলির জন্য দল ঘোষণা করে এমএসকে প্রসাদ নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। বুমরাহকে ফেরানোর পাশাপাশি দলে ফেরানো হয়েছে শিখর ধাওয়ানকেও। চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের খেলতে পারেননি তিনি। তবে বর্তমানে কেএল রাহুল যা ফর্মে রয়েছেন, তাতে ধাওয়ান আদৌ ভারতীয় দলের সুযোগ পান কি না, সেই প্রশ্ন থেকেই যায়।

Previous articleআলিগড়কাণ্ডের তথ্য ফাঁস, পুলিশই ছুড়েছিল গ্রেনেড, তুলেছিল জয়শ্রীরাম স্লোগান!
Next articleবাথরুমে পড়ে গিয়ে স্মৃতি হারালেন ব্রাজিলের প্রেসিডেন্ট