নাগরিকত্ব আইনে ফের সংশোধন না হলে NDA ছাড়বে শরিক শিরোমনি অকালি দল

সময়টা কিছুতেই আর ভালো হচ্ছে না৷ NDA-এর বিপত্তি বেড়েই চলেছে৷

এবার NDA জোট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলো জোট শরিক শিরোমনি অকালি দল।
মোদি সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে শিরোমনি অকালি দলের নেতা নরেশ গুজরাল বলেছেন, ” নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কোনও শরিকদের কোনও পরামর্শই শোনেনি মোদি–শাহ নেতৃত্বাধীন বিজেপি সরকার। অথচ আমরা এই জোটের শরিক”৷
এক সাক্ষাতকারে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে রাজ্যসভার সাংসদ নরেশ গুজরাল বলেন, “বাজপেয়িজি জানতেন কীভাবে শরিকদের সম্মান দিতে হয়। বাজপেয়ীজির আমলে 20টি শরিক দল ছিলো। সবাই খুশি ছিলো। আর এখন বেশিরভাগ শরিকই অসন্তুষ্ট। যদি নাগরিকত্ব আইনে ফের সংশোধন না করা হয়, তাহলে আমরা ভেবে দেখব NDAতে থাকব কিনা। নাগরিক বিল সংসদে নিয়ে আসার আগে আমাদের সঙ্গে কোনও পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি মোদি সরকার।”

সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষেই ভোট দিয়েছিল শিরোমনি অকালি দল। গুজরাল বলেছেন, ‘‌বিগত 10-12 বছরে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে 60-70 হাজার শিখ ধর্মীয় কারণে এদেশে চলে এসেছিলেন। তাঁরা আজও নাগরিকত্ব পাননি। তাঁরা যাতে নাগরিকত্ব পান, সেই কারণেই এই বিলের সমর্থন করা হয়েছিল সংসদে।” এদিন তিনি NRC বিরোধিতা করে বলেছেন, ‘‌NRC-র ভয়ে মানুষ ভীত।’‌

Previous articleগুগল একটি সুন্দর ডুডল সহ বড়দিন উদযাপন করছে
Next articleট্রেনে কাটা পচন ধরা পা নিয়ে সাত দিন পাঁচ হাসপাতালে ঘুরল যুবক