Thursday, August 28, 2025

হুমকি নেই, তাই কমানো হলো মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকরের নিরাপত্তা। সচিনের X- ক্যাটেগরি নিরাপত্তা এবার তুলে নেওয়া হলো।ওদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুর-তনয় আদিত্য ঠাকরে এতদিন Y+ নিরাপত্তা পেতেন। এবার তা বাড়িয়ে করা হলো Z ক্যাটেগরি৷ ফলে নিরাপত্তা বলয় আরও কঠোর হলো ওরলির এলাকার শিবসেনা বিধায়ক আদিত্য ঠাকরের৷

মহারাষ্ট্র সরকারের এক পদস্থ আমলা বুধবার বলেছেন, সম্প্রতি রাজ্যের প্রায় 90 জন VVIP-র নিরাপত্তা ও হুমকির মাত্রা খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ওই আধিকারিক বলেছেন, আগে সচিন তেন্ডুলকরের নিরাপত্তায় 24 ঘণ্টা একজন পুলিশকর্মী থাকতেন। কিন্তু এখন থেকে তিনি শুধু বাড়ির বাইরে গেলে পুলিশ গাড়ির এসকর্ট পাবেন।
একইসঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ নেতা শরদ পাওয়ার Z+ নিরাপত্তাই পাবেন৷ শরদের ভাইপো তথা NCP নেতা অজিত পাওয়ারের Z ক্যাটেগরি বজায় থাকবে।
কেবল সচিন তেন্ডুলকর নয়, সমাজকর্মী আন্না হাজারের নিরাপত্তা বলয়ও কমিয়ে Z থেকে Y+ প্লাস করা হয়েছে। নিরাপত্তা বলয় কমলো মহারাষ্ট্রের দুই প্রাক্তন মন্ত্রী একনাথ খাড়সে ও রাম শিন্ডের। উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম নায়েকের নিরাপত্তা
নামানো হয়েছে৷
একইসঙ্গে আইনজীবী উজ্জ্বল নিকমের নিরাপত্তা বলয়ও কমানো হয়েছে। 92-এর ধারাবাহিক বিস্ফোরণ থেকে 26/11 মুম্বই হামলার মতো হাই প্রোফাইল মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন উজ্জ্বল নিকম। এখন থেকে তিনি Z+ থেকে বেরিয়ে Y ক্যাটেগরির নিরাপত্তা পাবেন। নিকমও বাড়িরই বাইরে গেলে পুলিশের এসকর্ট ভ্যান পাবেন।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version