বেকায়দায় পড়ে ‘উল্টো’ পোস্ট ভোগলের

বেকায়দায় পড়ে স্যোশাল মিডিয়ায় নিজের পোস্টের থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। সিএএ ও এনআরসি নিয়ে সারাদেশের সঙ্গে সরব হয়েছেন বিখ্যাত ব্যাক্তিরাও। কেউ পক্ষে, কেউ বিপক্ষে সোশ্যাল মিডিয়ায় বা রাস্তায় নেমে মতামত জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন ধারাভাষ্যকার হর্ষও। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধীদের তীব্র সমালোচনা করেন তিনি। এর জেরে তাঁকে রীতিমতো কোণঠাসা করেন নেটিজেনরা। এরপরেই ড্যামেজ কন্ট্রোলে নেমে বড়দিনে নতুন পোস্ট করলেন এই ক্রিকেট বিশেষজ্ঞ। তিনি বলেন, ভারত ভাঙার নয়। তরুণদের উদ্যোমে ভরা দেশ। তাঁর মতে, প্রতিষ্ঠান বিরোধিতা করাই যায়। তবে, সেটা সংযত উপায়ে করার পক্ষে মত দিয়েছেন ভোগলে। দেশের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধেও প্রশ্ন তুলেছেন তিনি। এই পোস্টে এখন লাইকের বন্যা। অনেকে ভোগলের এই পোস্ট শেয়ারও করেছেন।

Previous articleবাথরুমে পড়ে গিয়ে স্মৃতি হারালেন ব্রাজিলের প্রেসিডেন্ট
Next articleঠিক কী চাইছেন তিনি ? কণাদ দাশগুপ্তর কলম