বেঙ্গালুরুতে সিপিআই রাজ্য দফতরে হামলা

বেঙ্গালুরুর মল্লেশ্বরমে হামলা হল সিপিআইয়ের রাজ্য দফতরে।এই অভিজাত এলাকায় রাতের অন্ধকারে হামলা চালায় দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে সিপিআইয়ের কর্নাটক রাজ্য দফতর ‘ঘাটে ভবন’-এ আগুন লাগানোর চেষ্টার ঘটনা ঘটেছে । সিপিআই-এর অভিযোগ, সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে তাদের প্রতিবাদের জেরেই আরএসএস-বিজেপি এমন হামলা করেছে। এমনকি রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে সিপিআই। তাদের অভিযোগের আঙুল বিজেপি দিকে। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে।
বাম নেতাদের বক্তব্য, কেরলে সিপিএম এবং সিপিআই সমর্থকেরা দুদিন আগেই কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার কনভয় আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন।তারই জেরে এই হামলা। দলের সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন, সঙ্ঘ-বিজেপির অসহিষ্ণুতা ও মরিয়া মনোভাবের বহিঃপ্রকাশ এই ঘটনা।ঘটনায় এফআইআর দায়ের হওয়ার পরে বেঙ্গালুরু পুলিশ তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে। পার্শ্ববর্তী একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজও জোগাড় করা হয়েছে।

Previous articleজাঁকিয়ে শীত, দিনেরবেলাতেও আগুন পোহাচ্ছেন হুগলিবাসী
Next articleপেটের দায়ে নির্মম সিদ্ধান্ত ৩০ হাজার মহিলা শ্রমিকের, বাদ দিলেন জরায়ু