Monday, August 25, 2025

ইডেনে রনজি ম্যাচ চলাকালীন বের করে দেওয়া হল জাতীয় নির্বাচককে! কিন্তু কেন?

Date:

ইডেন গার্ডেন্সে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলা ও অন্ধ্রপ্রদেশ। বৃহস্পতিবার ছিল সেই ম্যাচের দ্বিতীয় দিন। আর সেখানে ঘটলো এক নজিরবিহীন ঘটনা।
বাংলার ড্রেসিংরুম থেকে বের করে দেওয়া হল পূর্বাঞ্চল থেকে বিসিসিআইয়ের জাতীয় নির্বাচক দেবাং গান্ধীকে। তাঁকে ড্রেসিংরুম থেকে বের করে দেন বোর্ডের দুর্নীতিদমন শাখার আধিকারিক সৌমেন কর্মকার। তার আগে দেবাং ড্রেসিং রুমে ঢুকলে প্রথমেই আপত্তি জানান বাংলার বেশকিছু সিনিয়র ক্রিকেটার। এই ঘটনা নিয়ে ময়দানে এখন জোর চর্চা।

বোর্ডের নিয়ম অনুযায়ী, দেবাং-এর বিরুদ্ধে অভিযোগ,বিনা অনুমতিতে তিনি আচমকা ঢুকে পড়েন বাংলার ড্রেসিংরুমে।
কিন্তু এই ধরণের ম্যাচ চলাকালীন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই ড্রেসিংরুমে।

সিএবি সূত্রে খবর, মনোজ তেওয়ারি নাকি সর্বপ্রথম অভিযোগ তোলেন। এবং তারপরই দুর্নীতিদমন শাখার আধিকারিক বের করে দেন দেবাংকে। যদিও দেবাংয়ের দাবি, তিনি মেডিক্যাল রুমে ছিলেন।

সব মিলিয়ে এমন ঘটনা অনভিপ্রেত বলেই মনে করছে বাংলার ক্রিকেট মহল। আইন যাই থাক, বাংলার একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে এই ঘটনা দেবাং গান্ধীর জন্য যথেষ্ট অপমানজনক। বের করে দেওয়ার আগে তাঁর সঙ্গে নূন্যতম সৌজন্য বোধ দেখানো উচিত ছিল বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন-এনপিআর-এ ভুল তথ্য দেওয়ার পরামর্শ অরুন্ধতীর

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version