এবার রাজাবাজার থেকে মল্লিকবাজার। এন আর সি এবং সি এ এর প্রতিবাদে আজ ফের শহরে মমতার মিছিল। ফলে এপিসি রোড, এজেসি রোড, শিয়ালদা স্টেশন, এন আর এস হাসপাতাল, মৌলালিসহ সংশ্লিষ্ট এলাকায় যান ও যাত্রী চলাচল বিঘ্নিত হবে।

২৯ ডিসেম্বর মমতা যাবেন হেমন্ত সোরেনের শপথে।
৩০ ডিসেম্বর পুরুলিয়ায় মিছিল করবেন।
৩ জানুয়ারি শিলিগুড়িতে মিছিল।