Monday, November 17, 2025

‘টুকরে টুকরে গ্যাং’-কে’ শিক্ষা দিতে দিল্লিবাসীর কাছে অমিত শাহের আর্জি

Date:

সব কিছুর পিছনেই যথারীতি কংগ্রেসের ভূত’ই দেখছে বিজেপি তথা কেন্দ্র৷

CAA ও NRC- বিরুদ্ধে দিল্লি উত্তাল হয়ে ওঠার জন্য কংগ্রেস-সহ বিরোধীদেরই দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ বলেছেন, ‘কংগ্রেসের নেতৃত্বে চলা ‘টুকরে-টুকরে গ্যাং’কে শাস্তি দেওয়ার সময় এসে গিয়েছে৷’ রাজধানীর বাসিন্দাদের কাছে শাহের আবেদন, ‘দিল্লির বিধানসভা ভোটে এই ‘টুকরে টুকরে গ্যাং-কে শিক্ষা’ দিতে হবে’।

দিল্লিতে এক নির্বাচনী জনসভার মঞ্চে উঠে বৃহস্পতিবার অমিত শাহ দাবি করেছেন, ‘‘নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সংসদে আলোচনা হয়েছিল। কিন্তু, বিরোধী দলের নেতারা কোনও কথা বলেননি। আর যখনই তাঁরা সংসদের বাইরে বেরোলেন, তখনই সাধারণ মানুষকে ভুল বোঝাতে শুরু করলেন।’’

আর এর পরই সেই বস্তাপচা হাতিয়ার উঁচিয়ে কংগ্রেসকে নিশানা করেন শাহ৷ বলেন, ‘‘আমি এটাই বলতে চাইছি যে, কংগ্রেসের নেতৃত্বে চলা ওই টুকরে-টুকরে গ্যাংকে শাস্তি দেওয়ার সময় এসে গিয়েছে। তারাই এই শহরে হিংসার জন্য দায়ী। দিল্লির মানুষের উচিত ওদের শাস্তি দেওয়া।’’
অমিত শাহ এদিন দিল্লির শাসক দল, আম আদমি পার্টির বিরুদ্ধেও তোপ দাগেন৷ তাঁর অভিযোগ, ‘‘অরবিন্দ কেজরিওয়াল তো বলেছিলেন বাংলো, গাড়ি, অন্যান্য সুবিধা নেবেন না। কিন্তু, তিনি সবই নিয়েছেন।
প্রসঙ্গত, গত রবিবার দিল্লির রামলীলা ময়দানে সভা করে CAA ও NRC নিয়ে উত্তেজনা সৃষ্টির জন্য কংগ্রেসকেই অভিযুকৃত করেছিলেন নরেন্দ্র মোদি। সেই সুরেই সুর মিলিয়ে এ দিন শাহ দিল্লির বিক্ষোভের দায় কংগ্রেসের ঘাড়েই চাপালেন৷

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version