Sunday, November 16, 2025

বৃহস্পতিবার রাতে আমলা এবং পুলিশি মহলে গুঞ্জন হঠাৎ বদলি করা হলো কলকাতার প্রাক্তন নগরপাল এবং বর্তমান এডিজি সিআইডি রাজীব কুমারকে। বদলি করা হয়েছে তথ্যপ্রযুক্তির দফতরের প্রধান সচিব পদে। এছাড়া আরও তিন পদাধিকারীকেও এদিন বদলি করা হয়েছে।

কিন্তু রাজীব কুমারের বদলির মধ্যে অন্য একটি রহস্য লুকিয়ে রয়েছে। এডিজি সিআইডি পদটি আইপিএস র‍্যাঙ্কের। আর তথ্য প্রযুক্তি দফতরের পদটি সাধারণত আইএএস-রাই পেয়ে থাকেন। এইভাবে বদলি একমাত্র তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশে বারবার দেখা গিয়েছে। কিন্তু এই রাজ্যে এই প্রথম।

সরকারের অন্দরমহলের খবর, সারদা মামলায় যেভাবে রাজীব জড়িয়ে পড়েছেন, তাতে শাসকমহল বারবার অস্বস্তিতে পড়ছে। তাঁর জামিন খারিজের মামলা এখনও ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। এই অবস্থায় রাজ্য সরকার তাঁকে এডিজি সিআইডির মতো গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে প্রায় গুরুত্বহীন একটি দফতরে পাঠিয়ে দিয়ে কার্যত অনাস্থাই প্রকাশ করল। একটি মহলের বক্তব্য, আসলে এই পদক্ষেপ রাজীবের পাস থেকে সরকারের সরে যাওয়ার একটা ইঙ্গিত মাত্র। রাজ্যের এক সময়ের সবচেয়ে ব্রাইট আইপিএসের শেষে আইএএসের পদে যাওয়াটা আমলা মহল পদাবনতি হিসাবেই দেখছেন। যিনি ছিলেন কলকাতার নগরপাল আবার গোয়েন্দা প্রধান, তাঁকে কিনা পুলিশের চাকরি থেকেই সরিয়ে দেওয়া হল! এই পরিণতি অনেকের কাছেই বিস্ময়কর ঠেকছে। পুলিশি মহলে গুঞ্জন, নগরপাল থাকাকালীন রাজীব কুমারের মূল কাজই ছিল ফোনে আড়ি পাতা। যেটা মূলত তথ্য প্রযুক্তি দফতরের কাজ। সেই কাজে দক্ষতা দেখানোর পুরস্কারই হাতে না হাতে পেলেন রাজীব কুমার!

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version