নাগরিকত্ব সংশোধনী আইন চান, নাকি চান না? এখন বিশ্ব বাংলা সংবাদের ফেস বুক পেজে এনিয়ে একটি ভোট করা হয়। শতাধিক দেশের 1,80,262 জন দর্শক বিষয়টি দেখেন। এরপর ভোটে অংশ নেন 31,400 জন, শুক্রবার দুপুর অবধি। এর মধ্যে আইনটি চাই বলেছেন 73%, অর্থাৎ 22 হাজারের বেশি। চাই না বলেছেন 27 শতাংশ, প্রায় সাড়ে আট হাজার। উল্লেখ্য, এই ভোটে বিশ্ব বাংলা সংবাদের কিছু করার নেই। ভোট পেজটি শেয়ার করেছেন 784 জন। ধরে নিতে হবে, মূলত বাংলাভাষীরাই যেহেতু এই পোর্টালের দর্শক, তাই তাঁরাই ভোট দিয়েছেন। এই ভোটকেই মানুষের চূড়ান্ত রায় আমরা বলছি না। কিন্তু এটি একটি নিখুঁত সমীক্ষা। লোকসভা ভোটেও এইভাবে মানুষের মনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছিল। এবং এই ভোটে প্রভাব খাটানোর কোনো জায়গা নেই।