সিকিমের অধিবাসীদের নতুন বছর শুক্রবার৷ ওদিকে এদিনই
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে৷ তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কালিম্পং থেকে এদিন হাজির হল একঝাঁক খুদে। এদিন
সিকিমের নতুন বছর
উপলক্ষে ভুটানি ও লেপচা জনজাতির মানুষজনও মেতে উঠেছেন উৎসবের মেজাজে। পালন করছেন নামসুং ও লাসুং উৎসব৷ এবার সেই উৎসবের আনন্দে মুখ্যমন্ত্রীকেও সামিল করতে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিল এই ছোট বাচ্চারা।
মুখ্যমন্ত্রী সেই মুহূর্তের ভিডিও তাঁর ফেসবুক পেজে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে একদল কচিকাঁচার সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হাতে নানা উপহারও তুলে দেয় শিশুরা।
ভিডিওর ক্যাপশনে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘নামসুং ও লুসুং উৎসব উপলক্ষে কালিম্পং থেকে ছোট শিশুরা আমার সঙ্গে দেখা করতে এসেছিল। এই উজ্জ্বল মনগুলির সঙ্গে দেখা করাটা ছিল এই সুন্দর সকালের সারপ্রাইজ। আমি তাদের নতুন বছর এবং ভবিষ্যতের প্রয়াসের জন্য শুভেচ্ছা জানিয়েছি।”
প্রসঙ্গত, তিব্বতি চান্দ্র ক্যালেন্ডারের দশম মাসে লুসুং পালিত হয়। এদিন কৃষকরা ফসল উৎপাদনের উদযাপন করে। লেপচা জনজাতির মানুষরা এই উৎসবকে নামসুং বলে৷ নেপাল ও ভুটানেও এই উৎসব পালিত হয়। এই উৎসবের অঙ্গ হিসেবে রাক্ষস রাজাকে পোড়ানো হয়। এর অর্থ অশুভ শক্তির বিনাশ করা।