সেনাকে ব্যঙ্গ করায় ৫ কবির জেল!

এবার ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেওয়ায় জেলের ভিতরেই মারধরের অভিযোগ এক ISIS জঙ্গিকে!
প্রতীকী ছবি

মায়ানমারে সেনাবাহিনীর ভূমিকার সমালোচনা করায় জেলে পাঠানো হল পাঁচজন কবিকে। পিকক জেনারেশন নামে কবিদের এই দলটিকে এপ্রিল মাসে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, কবিরা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করে তাঁদের নিয়ে ব্যঙ্গ করেছিলেন। এই অপরাধে রেঙ্গুনের আদালত কবিদের দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছে। প্রসঙ্গত, মায়ানমারের সংসদে সেনাবাহিনীর অংশগ্রহণ নিয়ে কবিদের অনুষ্ঠানে তীব্র সমালোচনা করা হয়। সেজন্যই এই শাস্তি।

পাঁচ কবিকে জেলে পাঠানো নিয়ে দেশজোড়া নিন্দার মুখে পড়েছে মায়ানমার সরকার। বলা হচ্ছে, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক যেই হোক, ভিন্ন মত পোষণ করলেই সমালোচকদের জেলে পাঠাচ্ছে সরকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও কবিদের জেলে পাঠানোর প্রতিবাদ জানিয়েছে।

Previous articleকয়েকশো যাত্রী নিয়ে কাজাখস্তানে ভেঙে পড়ল একটি বিমান
Next articleআজ কলকাতায় বাম-কংগ্রেস যৌথ মিছিল