টোকিও ওলিম্পিকে যাচ্ছেন মেরিকমই

মেরি কমই টোকিও ওলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করবেন। শনিবার ট্রায়ালে জিতে বিতর্কের অবসান ঘটালেন তিনি।

টোকিও ওলিম্পিকে ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ান মেরি যাবেন না, প্রাক্তন জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ান নিখাত জারিন যাবেন, সে নিয়ে বক্সিং ফেডারেশনের মধ্যেই বিতর্ক তৈরি হয়। শেষে ঠিক হয় ট্রায়াল হবে। সেই মতো এদিন ট্রায়াল হয়। কার্যত একপেশে লড়াইয়ে মণিপুরী মেরি তেলেঙ্গানার জারিনকে হারালেন ৯-১ পয়েন্টে। তার আগে জারিন হারালেন জাতীয় চ্যাম্পিয়ান জ্যোতি গুলিয়াকে আর মেরি হারালেন ঋতু গ্রেওয়ালকে। আগামী বছরের ৩-১৪ ফেব্রুয়ারি ওলিম্পিকের যোগ্যতা অর্জনের খেলা হবে। আর পুরুষদের হবে ২৯-৩০ ডিসেম্বর।

আরও পড়ুন-বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা! পরিচয় করে নিন

 

Previous articleবিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা! পরিচয় করে নিন
Next articleমৌসুমীর বিরুদ্ধে এবার মানহানির মামলা!