Friday, November 14, 2025

আইকোর চিট ফান্ড কান্ডে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির একবছর হয়ে গেল। ভুবনেশ্বরে আছেন সুমন। জেলে অথবা হাসপাতালে। কিন্তু তাঁর বন্দিদশা নিয়ে মিডিয়ামহলে জোর কৌতূহল। কেন এতদিনেও জামিন হল না?

একটি সূত্র বলছে, এবার খুব শিগগির জামিন হয়ে যাবে সুমনের। নতুন বছরের গোড়াতেই তিনি মুক্ত হবেন। অন্য একটি সূত্র বলছে, যেহেতু একাধিক মামলা তাঁর বিরুদ্ধে দেওয়া হয়েছে বা হচ্ছে, তাই পরিস্থিতি জটিল। তদন্তকারীরা বলছেন এই চিট ফান্ডের টাকা বিদেশে ব্যবহারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আরেক সাংবাদিক কুণাল ঘোষও বন্দি ছিলেন। কিন্তু তাঁর ক্ষেত্রে রাজনৈতিক ঝগড়া প্রকট ছিল। তারপর তাঁকে গ্রেপ্তার করে রাজীবকুমারের পুলিশ। সেই প্যাঁচালো নথিপত্রেই তিনি কেন্দ্রীয় এজেন্সির কাছে নাজেহাল হয়েছেন। কিন্তু সুমনের ক্ষেত্রে কোনোরকম রাজনৈতিক ঝগড়া বা কারণের প্রশ্ন ছিল না। তাহলে সুমন এমন কী করলেন যে বছর ঘুরে গেলেও জামিন পাচ্ছেন না?

সিবিআই মনে করছে সুমন একাধিক জায়গায় এই টাকা ব্যবহার করেছেন। সেই সূত্রে এখন কারা সুমনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বা যোগাযোগ রাখছেন, সব তথ্য রাখছেন তদন্তকারীরা। চিটফান্ডের টাকা তাদের মাধ্যমেও ব্যবহার হয়েছে কিনা, তেমন হলে তলব করে তদন্ত হবে।

সূত্রের খবর, সুমন ভুবনেশ্বর জেলে নয়। চিকিৎসার কারণে একটি বেসরকারি হাসপাতালে আছেন। এর যাবতীয় খরচ দেওয়ার কথা ব্যক্তিগতভাবে সুমনেরই।

সুমনের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, জামিনের লক্ষ্যে আবার আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে।

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version