Thursday, December 18, 2025

কারাবাসের বর্ষপূর্তি, এখনও কেন ছাড়া পেলেন না সুমন?

Date:

Share post:

আইকোর চিট ফান্ড কান্ডে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির একবছর হয়ে গেল। ভুবনেশ্বরে আছেন সুমন। জেলে অথবা হাসপাতালে। কিন্তু তাঁর বন্দিদশা নিয়ে মিডিয়ামহলে জোর কৌতূহল। কেন এতদিনেও জামিন হল না?

একটি সূত্র বলছে, এবার খুব শিগগির জামিন হয়ে যাবে সুমনের। নতুন বছরের গোড়াতেই তিনি মুক্ত হবেন। অন্য একটি সূত্র বলছে, যেহেতু একাধিক মামলা তাঁর বিরুদ্ধে দেওয়া হয়েছে বা হচ্ছে, তাই পরিস্থিতি জটিল। তদন্তকারীরা বলছেন এই চিট ফান্ডের টাকা বিদেশে ব্যবহারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আরেক সাংবাদিক কুণাল ঘোষও বন্দি ছিলেন। কিন্তু তাঁর ক্ষেত্রে রাজনৈতিক ঝগড়া প্রকট ছিল। তারপর তাঁকে গ্রেপ্তার করে রাজীবকুমারের পুলিশ। সেই প্যাঁচালো নথিপত্রেই তিনি কেন্দ্রীয় এজেন্সির কাছে নাজেহাল হয়েছেন। কিন্তু সুমনের ক্ষেত্রে কোনোরকম রাজনৈতিক ঝগড়া বা কারণের প্রশ্ন ছিল না। তাহলে সুমন এমন কী করলেন যে বছর ঘুরে গেলেও জামিন পাচ্ছেন না?

সিবিআই মনে করছে সুমন একাধিক জায়গায় এই টাকা ব্যবহার করেছেন। সেই সূত্রে এখন কারা সুমনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বা যোগাযোগ রাখছেন, সব তথ্য রাখছেন তদন্তকারীরা। চিটফান্ডের টাকা তাদের মাধ্যমেও ব্যবহার হয়েছে কিনা, তেমন হলে তলব করে তদন্ত হবে।

সূত্রের খবর, সুমন ভুবনেশ্বর জেলে নয়। চিকিৎসার কারণে একটি বেসরকারি হাসপাতালে আছেন। এর যাবতীয় খরচ দেওয়ার কথা ব্যক্তিগতভাবে সুমনেরই।

সুমনের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, জামিনের লক্ষ্যে আবার আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...