8 জানুয়ারির বনধ নিয়ে ফাঁপড়ে তৃণমূল

 

তৃণমূল সাম্প্রতিক অতীতে বনধের বিরোধী। বাংলায় তারা বনধ হতে দেয় না। কিন্তু 8 জানুয়ারির ভারত বনধ নিয়ে তৃণমূল বিপাকে। কারণ বহু বাম দল, সংগঠন, কংগ্রেস এই বনধ ডেকেছে কেন্দ্রের বিরুদ্ধে। অন্য দাবি তো ছিলই। এন আর সি বিরোধিতা এখন নতুন মাত্রা যোগ করেছে। এই অবস্থায় তৃণমূল বনধের সরাসরি বিরোধিতা করলে ভুল বার্তা যাবে। আবার সমর্থন করলে নীতি থেকে সরতে হবে। নবান্ন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কী নীতি নেয় সেটাও দেখার। তৃণমূলের নেতা ও কর্মীরা মনে করছেন এবার বনধের প্রত্যক্ষ বিরোধিতা করার পরিবেশ নেই। তাহলে বাম ও কং বলবে তৃণমূল নরম। সংখ্যালঘুরাও ভুল বুঝতে পারে। ফলে বনধ নিয়ে অবস্থান ঠিক করতে গভীরভাবে ভাবছেন তৃণমূল নেতৃত্ব। কং ও বাম নেতারা চান তৃণমূল বনধের বিরোধিতা করুক। তাহলে তাঁরা কিছুটা রাজনৈতিক সুবিধে নেওয়ার চেষ্টা করবেন। বিজেপিও তাকিয়ে তৃণমূলের দিকে। কারণ তৃণমূল বনধ সমর্থন করলে বাংলায় সর্বাত্মক বনধ নিশ্চিত।

Previous articleরাজ্যপালের সঙ্গে যোগাযোগ রাখবেন পার্থ
Next article“বছরের সেরা জোকার NDA সরকার”, তোপ দাগলেন অধীর