রাজ্যপালের সঙ্গে যোগাযোগ রাখবেন পার্থ

ফাইল চিত্র

রাজ্যপালের চিঠি, পাল্টা মুখ্যমন্ত্রীর চিঠি। যার নিট ফল, এবার থেকে যে কোনও বিষয়ে প্রয়োজন হলে রাজ্যপালের সঙ্গে যোগাযোগ রাখবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী শনিবার নিজেই এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর চিঠি ওঁর চিঠি গোপন বিষয় ছিল। উনি সেটা ট্যুইট করে জানিয়েছেন। ভাল কথা। উনি সম্মানীয় মানুষ এসব করতে ভালবাসেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, আপনি আমার সঙ্গে বসতে চেয়েছেন। এটা সম্ভব নয়। তবে আমি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছি বিষয়টি দেখতে। যে সমস্ত বিষয় আপনি তুলেছেন, সেই সমস্ত বিষয়গুলি তিনি সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে আপনার সঙ্গে যোগাযোগ রাখবেন। যদি কোথাও উভয়েরই মনে হয়, শিক্ষামন্ত্রীর আপনার সঙ্গে দেখা করা উচিত তাহলে তিনি দেখা করবেন, আলোচনা করবেন। আর রাজ্যপালের ট্যুইটে গণতন্ত্র প্রসঙ্গে পার্থ বলেন, গণতন্ত্রের ব্যাখ্যা ভারতবর্ষে এক একজনের কাছে এক একরকম। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের গণতন্ত্রে বিশ্বাস করেন।

Previous articleরাজ্যের বিরুদ্ধে ফের দিলীপের বিস্ফোরণ
Next article8 জানুয়ারির বনধ নিয়ে ফাঁপড়ে তৃণমূল