আমাকে কি আত্মহত্যা করতে হবে! উত্তরপ্রদেশে আমন্ত্রণ দানিশকে

আপাতত খবরে দানিশ কানেরিয়া। পাকিস্তানের একমাত্র হিন্দু ক্রিকেটার। যাঁর অভিযোগ হিন্দু হওয়ার কারণে পাক ক্রিকেট দলের অনেকেই তাঁর সঙ্গে কথা বলতেন না। এক টেবিলে খেতে বসতেও পারতেন না। রবিবার নিজের ইউ টিউব চ্যানেলে সেই দানিশ বললেন, পাক ক্রিকেট বোর্ড তাঁর অবস্থা এমন করেছে যে, প্রায় দশ বছর তিনি বেকার। আপনারা কি চান আমি আত্মহত্যা করি! আমাকে কেউ চাকরি দেয় না। আমি কীভাবে বেঁচে আছি সকলে দেখুক।

আর এই সুযোগে দানিশকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে বসলেন বিজেপি।মন্ত্রী। উত্তরপ্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মহসিন রাজা। বললেন, এমন সংখ্যালঘু অত্যাচারিতের জন্যেই নাগরিকত্ব আইন। তিনি ইউসুফ ইউহানাকেও স্বাগত জানিয়েছেন।

দানিশের আসল নাম দীনেশ। পাকিস্তানে থাকার জন্য তিনি নাম বদল করেন। এবার দানিশের অভিযোগ নিয়ে নড়েচড়ে বসেছে পাক ক্রিকেট বোর্ড। পিসিবি দানিশের অভিযোগ নিয়ে প্রাক্তন পাক অধিনায়কের মতামত জানতে চেয়েছে। দানিশ কাণ্ড যে পাক ক্রিকেটকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর সেই সুযোগে বিজেপিও।রাজনৈতিক ফয়দা তুলতে নেমে পড়েছে।

Previous articleপৌষমেলায় প্রাক্তন সেনারা, মালপত্র গেল শিবিরে
Next articleব্রেকফাস্ট নিউজ